ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে খ্রীস্ট সম্প্রদায়ের মানববন্ধন

প্রকাশিত: ০২:১১, ২৬ এপ্রিল ২০১৯

বরিশালে খ্রীস্ট সম্প্রদায়ের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শ্রীলংকার গীর্জায় ও নিউজিল্যান্ডে মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষন করে শিশু জায়ানসহ শত শত নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খ্রীস্টান এসোসিয়েশন বরিশাল কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দরা। শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর প্রানকেন্দ্র বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে নরব্যাট দিপু অধিকারীর সভাপতিত্বে বোমা হামলার তীব্র নিন্দা ও দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন ফাদার বালি, ফাদার মাইকেল মিলন দেউরী, জেসিকা অধিকারী, লিন্টু হালদার, প্রেমানন্দ বিশ্বাস, রবিন বল্লভ, রনজিৎ দত্ত, ডাঃ মনিষা চক্রবর্তী, শওকত হোসেন বাদল, তনুশ্রী মালাকার ও খ্রীস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলব্যাট রিপন প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে খ্রীস্টান এসোসিয়েশনের সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুরা গলায় প্লাকার্ড ঝুঁলিয়ে অংশগ্রহন করেন।
×