ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা

প্রকাশিত: ০৪:৩৬, ২৬ এপ্রিল ২০১৯

বিশ্বকাপে ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসবে বিশ্বকাপের দ্বাদশ আসর। এতে অংশ নেবে ১০ দল। ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দেশগুলো। এবার বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা করল আইসিসি। পাশাপাশি ছয় সদস্যের ম্যাচ রেফারির নামও ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা ও ব্রুস অক্সিনফোর্ড। ওভালে সেই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরই হতে যাচ্ছে বিখ্যাত ইংলিশ আম্পায়ার ইয়ান গুল্ডের শেষ বিশ্বকাপ। আপাতত গ্রুপপর্বের ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন তারা। সেমিফাইনাল ও ফাইনালের জন্য আম্পায়ারের নাম পরে নির্ধারণ করা হবে। ১৬ সদস্যের আম্পায়ারের তালিকা : আলিম দার, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, ইয়ান গুল্ড, রিচার্ড ইলিংউরথ, রিচার্ড কেটেলবারা, নাইজেল লং, রুচিরা পালিয়াগুরুগে, এস রাবি, পল উইলসন, রড ট্যাকার, মাইকেল গহ, পল রাইফেল, জো উইলসন, ব্রুস অক্সিনফোর্ড ও কুমার ধর্মসেনা। ৬ সদস্যের ম্যাচ রেফারি : ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, এন্ডি পাইক্রট, রঞ্জন মাদুগালে ও রিচি রিচার্ডসন।
×