ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মমি করা ৩৫ দেহাবশেষ উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৮, ২৭ এপ্রিল ২০১৯

 মমি করা ৩৫ দেহাবশেষ উদ্ধার

ইতালীয় অধ্যাপকের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানের এক সমাধির মধ্যে প্রাচীন মিসরের ৩৫টি মমির দেহাবশেষ খুঁজে পেয়েছে। -গার্ডিয়ান। সমাধিটি গ্রিক-রোমান যুগের খ্রিস্টপূর্ব ৩৩২ ও ৩৯৫ খ্রিস্টাব্দের মধ্যকার সময়ের। এতে ৩৫টি দেহাবশেষ পাওয়া গেছে। যেখানে পুরুষ, নারী ও শিশুর মমিও রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা প্রথমে একটি ঘরে চারটি মমি পান। পরে ৩১টি মমির সন্ধান পান। সেখানে তারা কিছু জিনিস খুঁজে পান যেগুলো শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে বিটুমিন রাখা পাত্র, পাম কাঠ থেকে তৈরি স্ট্রেচার ও বস্ত্র রয়েছে। সমাধিক্ষেত্রটির একপাশে বেশ কয়েকটি শিশুর মমি পাওয়া যায়। এদের মধ্যে দুটি মমি বলে ধারণা করা হচ্ছে মা ও সন্তানের। সেগুলো খুব ভালভাবে সংরক্ষিত ছিল তবে অন্যগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেহাবশেষগুলোর কফিনের ওপর হায়ারোগ্লিফিক্স ভাষায় ব্যক্তির নাম লেখা রয়েছে। যা থেকে জানা যায়, তিনি সমাধিক্ষেত্র নেক্রোপোলিসের মালিক তিজিত। অন্যান্য হাতে তৈরি জিনিসপত্রও পাওয়া যায়। যার মধ্যে মুখোশ, মূর্তি ও কফিনের ওপর শক্ত কাগজে আঁকা শিল্পকর্ম রয়েছে মমিগুলো মুড়ে দেয়ার জন্য প্যাপিরাসের আচ্ছাদনও পাওয়া গেছে।
×