ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

প্রকাশিত: ০৯:৫১, ২৭ এপ্রিল ২০১৯

 রোহিঙ্গাদের গুলিতে রোহিঙ্গা যুবক  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী রোহিঙ্গাদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। মৃত অছিউল্লাহ (৩০) আলীখালী রোহিঙ্গা শিবিরের লালুর পুত্র। শুক্রবার ভোর রাতে আলীখালী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। আলীখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, অস্ত্রধারীদের গুলিতে আহত অছিউল্লাহকে উন্নত চিকিৎসা দিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পথে সে মারা যায়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে রোহিঙ্গা শিবিরে আনা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত অছি আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকে ১১নং রুমের মোঃ লালুর ছেলে। উল্লেখ্য, শুক্রবার ভোর রাতে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরে ডি-ব্লকে এসে মোঃ লালুর পুত্র আব্দুল বাসেতকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যেতে চাইলে বড় ভাই অছি উল্লাহ বাধা দেয়। এতে সন্ত্রাসীরা অছি উল্লাহকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও রোহিঙ্গারা গুলিবিদ্ধ অছি উল্লাহকে উদ্ধার করে মুচনী গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চট্টগ্রাম নেয়ার পথে সে মারা যান।
×