ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাকাশ স্টেশনে মিলল জিমের জীবাণু

প্রকাশিত: ১০:০৩, ২৭ এপ্রিল ২০১৯

 মহাকাশ স্টেশনে মিলল জিমের জীবাণু

পৃথিবীর জীবাণু ছড়িয়ে পড়েছে মহাকাশেও। এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে মিলল সেই ধরনের মাইক্রোবস বা জীবাণু যেগুলো পৃথিবীর যে কোন অফিস, হাসপাতাল বা জিমে পাওয়া যায়। ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানীসহ জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল ওই জীবাণু খুঁজে পেয়েছেন আইএসএসে। এই তথ্য জানতে পেরেই আইএসএসে থাকা মহাকাশচারীদের স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে নাসা। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি বা জেপিএলে বিজ্ঞানী কস্তুরি ভেঙ্কটেশ্বরণ বলেছেন, চিন্তার বিষয় হলো, মহাকাশে থাকা মহাকাশচারীদের শারীরিক কিছু পরিবর্তন হয়। এছাড়া তারা মহাকাশ স্টেশনে পৃথিবীর মতো উপযুক্ত চিকিৎসা পরিষেবাও পান না। জ্ঞানীরা ১৪ মাস ধরে মহাকাশ স্টেশনের শোয়ার ঘর, শৌচাগার, রান্নাঘর, খাবার টেবিলের মতো আটটি জায়গায় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বুঝতে পেরেছেন, মাইক্রোবসের ছত্রাক বা ফাঙ্গাস উপাদানগুলো স্থায়ী। কিন্তু মাইক্রোবায়াল উপাদানগুলো জায়গা এবং স্থান অনুযায়ী পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেসব মাইক্রোবস বেশিরভাগই মানুষের কাছ থেকে এসেছে। সব থেকে বেশি যে জীবাণু চোখে পড়ছে সেগুলোর নাম স্ট্যাফাইলোকোকাস, প্যানোটিয়া এবং ব্যাসিলাস। এগুলো সাধারণত মানুষের ত্বক, নাসারন্ধ্র এবং গ্যাস্ট্রোইনটেস্টিনাল টর‌্যাক্টে পাওয়া যায়। মহাকাশ স্টেশনের মহাকাশচারীদের স্বাস্থ্যে জীবাণুগুলো ইতোমধ্যে কোন বিক্রিয়া ঘটিয়েছে কিনা তা গবেষণা করে দেখতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। -নাসা
×