ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত: ১০:১৫, ২৭ এপ্রিল ২০১৯

 শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় গীর্জা ও হোটেলে এবং নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, এমন নৃশংস হামলা ও হত্যাকান্ড নিঃসন্দেহে মহাপাপ ও মানবতাবিরোধী। কোন ধর্ম ও বিবেকবান মানুষই এমন অপরাধ সমর্থন করে না। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর চত্বরে শ্রীলঙ্কার গির্জায় ও হোটেলে এবং নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও মৌন মিছিলে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন ও যৌথ মিছিলে বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার ও প্লেকার্ড বহন করা হয়। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এ্যাড. দীপঙ্কর ঘোষ প্রমুখ।
×