ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদ বিরোধী ছাত্র সংলাপ

প্রকাশিত: ১০:১৫, ২৭ এপ্রিল ২০১৯

 জঙ্গীবাদ বিরোধী ছাত্র সংলাপ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ‘উগ্রবাদ ও জঙ্গীবাদ বিরোধী’ ছাত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের আয়োজনে এবং নর্দান ইউনিভার্সিটির সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মনিরুল ইসলাম বলেন, ছাত্র-শিক্ষক, প্রশাসন ও জনগণ সবাই সচেতনভাবে কাজ করলে সমাজ থেকে উগ্রবাদ ও জঙ্গীবাদ দূর করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, ফয়সাল বিন মজিদ, প্রজেক্ট ম্যানেজার, ইউএনডিপি, নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর প্রমুখ। -বিজ্ঞপ্তি
×