ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চমকের নাম মোসাদ্দেক!

প্রকাশিত: ১০:২২, ২৭ এপ্রিল ২০১৯

 চমকের নাম মোসাদ্দেক!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর ৩৩দিন বাকি। ৩০ মে থেকে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। এ বিশ্বকাপে বাংলাদেশসহ ১০ দল অংশ নেবে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) নিজেদের ওয়েবসাইটে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বিশ্বকাপে চমকে দিতে পারে এমন পাঁচ ক্রিকেটার নিয়ে রিপোর্ট করেছে। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বিশ্বকাপের অন্যতম চমক হতে পারেন বলেই আইসিসির ধারণা। এই পাঁচজনের তালিকায় মোসাদ্দেক ছাড়াও ভারতের বিজয় শঙ্কর, আফগানিস্তানের হামিদ হাসান, নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও শ্রীলঙ্কার মিলিন্ডা শ্রীবর্ধনে রয়েছেন। এ পাঁচ ক্রিকেটারকে নিয়ে আইসিসির রিপোর্টের বিস্তারিত তুলে ধরা হলো। মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ) ২৩ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের এশিয়া কাপে। তাই বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত ছিল। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। ২৪ ওয়ানডেতে ৩১ গড়ে ৩৪১ রান করেছেন তিনি। এই ফরমেটে মাত্র একটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। নির্বাচকরা তার অলরাউন্ড পারফর্মেন্সের ওপর আস্থা রেখেছেন। তার অফ ব্রেক বোলিং বিশ্বকাপের আসরে কাজে লাগবে বলেই বিশ্বাস তাদের। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লীগের আসরে ৪৮.৮০ গড়ে ৪৮৮ রান করেছেন, সঙ্গে আবাহনীকে শিরোপা জেতাতে বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিজয় শঙ্কর (ভারত) গত এক বছর ধরেই চার নম্বরের ব্যাটসম্যানের খোঁজে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আসরে এই গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে দেখা যাবে বিজয়কে। তার অভিজ্ঞতা কেবল গত অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজে দারুণ পারফর্মেন্সে নির্বাচকদের নজর কেড়েছেন, পেছনে ফেলেছেন আম্বাতি রাইডুর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে। বিজয়কে ত্রিমাতৃক ক্রিকেটার হিসেবে আখ্যা দেয়া হয়েছে। যিনি ব্যাটিংয়ের সঙ্গে বোলিং ও ফিল্ডিংয়েও ভারতের হয়ে সমানভাবে অবদান রাখবেন বলে বিশ্বাস নির্বাচকদের। হামিদ হাসান (আফগানিস্তান) ফিটনেসের অভাবে ২০১৬ সাল থেকেই জাতীয় দলের বাইরে হামিদ। ৩১ বছর বয়সী এই পেসারের সামর্থ্য আর অভিজ্ঞতা নিয়ে কোন প্রশ্ন ছিল না। তাই সোজা বিশ্বকাপ দলে নেয়া হয়েছে তাকে। ৩২ ম্যাচে ৫৬ উইকেট নিয়ে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হামিদ। এই বছরের শুরুতে জিম্বাবুইয়ে ও আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। তবে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি। টম ব্লান্ডেল (নিউজিল্যান্ড) বিশ্বকাপকে সামনে রেখে এবার সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিউই দলে সবচেয়ে বড় চমক টম ব্লান্ডেল। দুই টেস্ট ও তিন টি২০ খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে অভিষেক হয়নি তার। নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। নিউজিল্যান্ডের স্কোয়াডে মূলত তিনি জায়গা পেয়েছেন ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। মিলিন্ডা শ্রীবর্ধনে (শ্রীলঙ্কা) গত ১৮ এপ্রিল অনেক বড় চমক দিয়ে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে সবচেয়ে বড় চমক শ্রীবর্ধনে। ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছেন, ২৬ ম্যাচে ৫১৩ রান করা এই খেলোয়াড়ের গড় মাত্র ২৩.৩১। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও তার কোন নজরকাড়া পারফর্মেন্স ছিল না। তবে নির্বাচকরা জানিয়েছেন বিশ্বকাপে ৬ নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করবেন তিনি। সঙ্গে বল হাতেও ভূমিকা রাখবেন বলে বিশ্বাস তাদের।
×