ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ১০:২৫, ২৭ এপ্রিল ২০১৯

 ব্যর্থতার ষোলোকলা পূর্ণ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ অব্যাহত ব্যর্থতার ধারা বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। আগেই মৌসুমের সব শিরোপা জয়ের সম্ভাবনা বিলীন হয়েছে। বাকি সময়ে শুধু অবস্থান কিছুটা ভাল করার মিশন। কিন্তু সেখানেও সফল হতে পারছে না গ্যালাক্টিকোরা। ধারাবাহিক ব্যর্থ হওয়া দলটি যেন ব্যর্থতার ষোলোকলা পূরণ করেছে। বৃহস্পতিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে স্বাগতিক গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অতিথি রিয়াল মাদ্রিদ। এরপরও দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেছেন দলটির কোচ জিনেদিন জিদান। তবে এবার ব্যর্থতার দায়টা নিতে হচ্ছে রিয়াল সভাপতিকেই। আবার পয়েন্ট খোয়ানোর পর ক্লাব সভাপতির পদত্যাগ দাবি করেছেন রিয়ালের সমর্থকরা। রিয়ালকে রুখে দেয়ার পর পয়েন্ট তালিকার সেরা চারে থেকে মৌসুম শেষ করার ভাল সম্ভাবনা জেগেছে গেটাফের। বর্তমানে ৩৪ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার খুব কাছে পৌঁছে যাওয়া শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ৮০। ৯ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা গেটাফের পয়েন্ট ৫৫। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে পাঁচ নম্বরে সেভিয়া। এর আগে গত আগস্টে ঘরের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে লীগ শুরু করেছিল রিয়াল। কিন্তু এবার প্রতিপক্ষের মাঠে আটকে গেছে। এ নিয়ে শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করল প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৩৩ বারের চাম্পিয়নরা। গত সপ্তাহে লেগানেসের মাঠে ১-১ ড্রয়ের পর এ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেয়ার সুযোগ পান। ইস্কোর বাড়ানো বল ডি বক্সে ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন ফরাসী ফরোয়ার্ড। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন। প্রথমার্ধে বলার মতো আর সুযোগ পায়নি কোন দলই। বিরতির পর ৫৩ মিনিটে দানি কারভাহালের দূরপাল্লার শট ঝাঁপিয়ে প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক। ৭৩ মিনিটে দুই দফা কেইলর নাভাসের নৈপুণ্যে রক্ষা পায় রিয়াল। মোলিনার শট ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি বল পেয়ে হাইমে মাটার নেয়া শটও দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন কোস্টারিকার এই গোলরক্ষক। না হলে হয়তো হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো সফরকারীদের। ম্যাচ শেষে লীগে নিজেদের শেষ ১৩ ম্যাচে মাত্র একটি হারের মুখ দেখা গেটাফের প্রশংসা করে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, আমরা ভাল খেলেছি এবং আমাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল। গোল করার বেশ কিছু সুযোগ আমরা পেয়েছিলাম। বিশেষ করে প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি, কিন্তু ফলাফল নিয়ে নই। ফরাসী গ্রেট বলেন, গেটাফে যখন চতুর্থ স্থানে আছে এর পেছনে অবশ্যই কারণ আছে। তারা ভাল করছে। তারা ৫৫ পয়েন্ট অর্জন করেছে এবং মাত্র চারটি ম্যাচ বাকি আছে। আপনাদের তাদের অভিনন্দন জানাতে হবে। আশা করতে হবে তারা যেন যতটা সম্ভব পয়েন্ট তালিকার ওপরের দিকে থেকে লীগ শেষ করে। এদিকে এই ম্যাচের পর রিয়াল সভাপতির পদত্যাগ দাবি করেছেন দলটির সমর্থকরা। মৌসম শেষ হতে বাকি থাকলেও রিয়াল মাদ্রিদের মৌসুম শেষ হয়েছে আগেই। লা লিগা জয়ের কোন সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স লীগ থেকেও ছিটকে পড়েছে দলটি। এ নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ থাকাই স্বাভাবিক। গেটাফের মাঠে রিয়াল সমর্থকরা যেন এই ক্ষোভ উগরে দিয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের প্রতি। ম্যাচের মাঝপথে রিয়ালের সমর্থকরা স্লোগান দেন পেরেজ তুমি সভাপতির পদ ছেড়ে দাও। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম বড় কোন টুর্নামেন্টের শিরোপা ছাড়াই মৌসুম শেষ করবে রিয়াল। তাইতো সমর্থকরা ক্ষোভ ঝেড়েছেন পেরেজের ওপর। ম্যাচের বিরতির কিছু সময় আগে রিয়াল সমর্থকরা একটি ব্যানার প্রদর্শন করেন। সেই ব্যানারে লেখা ছিল ফ্লোরেন্টিনো চলে যাও। অবশ্য স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা দ্রুতই ব্যানারটি বাজেয়াফত করেন।
×