ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিয়াল ৩৩ শিরোপা জিতেছে, বার্সিলোনা কয়টা?

প্রকাশিত: ১০:২৫, ২৭ এপ্রিল ২০১৯

 রিয়াল ৩৩ শিরোপা জিতেছে, বার্সিলোনা কয়টা?

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদের সাফল্য চোখ ধাঁধানো হলেও স্প্যানিশ লা লিগায় সংগ্রাম করতে হচ্ছে। গত কয়েক মৌসুমের দিকে দৃষ্টি দিলেই বিষয়টি পরিষ্কার। সর্বশেষ সাত মৌসুমে পঞ্চমবারের মতো লা লিগা জয়ের কাছাকাছি আছে বার্সিলোনা। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কাতালানদের সাফল্য নিয়ে নেতিবাচক কথা বলেছেন। বুধবার রাতে এ্যাটলেটিকো মাদ্রিদ যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে না পারতো তাহলে চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সা। অথচ একটা সময় এই লা লিগাতেই রিয়ালের কাছে পাত্তা পেত না বার্সা। ৩৩বার শিরোপা জিতে আপাতত স্প্যানিশ দলগুলোর ধরাছোঁয়ার বাইরে লস ব্লাঙ্কোসরা। কিন্তু বার্সা যেভাবে এগোচ্ছে, একদিন হয়তো রিয়ালের পাশেই চলে আসবে। এই কথাটাই যেন জিনেদিন জিদানকে মনে করাতে চেয়েছিলেন একজন সাংবাদিক। রিয়াল কোচ বিষয়টি নিয়ে কড়া জবাবই দিয়েছেন। বার্সার সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে জিদান বলেন, আমরা ৩৩বার লা লিগা জিতেছি। বার্সা কতবার জিতেছে বলুনতো? তারা হয়তো সাম্প্রতিক সময়ে কিছুটা ভাল করছে। আমরা সেটা পরিবর্তন করতে চাই। বার্সা ভাল করছে। আমরা সেটা মেনে নিয়ে তাদের সাধুবাদ জানাই। তবে এরচেয়ে বেশি শিরোপা জেতার ইতিহাস কিন্তু রিয়ালেরই। টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জিতলেও লীগে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বারবার নাকাল হচ্ছে রিয়াল। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে, কেন লীগে বার্সার এত দাপট? রিয়ালের কাছে কী তবে লা লিগা গুরুত্বহীন। চ্যাম্পিয়ন্স লীগকে বেশি বেশি গুরুত্ব দিতে গিয়ে লীগে সফল হতে পারছে না তারা। এমন প্রশ্ন এখন চারিদিকে। আগামী মৌসুমে এই প্রশ্ন আর বাড়তে দিতে চান না জিদান। রিয়াল সমর্থকদের আশ্বাস দিয়ে ফরাসী কোচের জবাব, নতুন মৌসুমে লীগ শিরোপাই হবে তার দলের প্রধান লক্ষ্য। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা বলেন, আমার কথা হলো আগামী মৌসুমে সর্বোচ্চটা দিয়েই আমরা লীগ শিরোপার পেছনে দৌড়াব। দিনের পর দিন লা লিগা খেলতে হয়। এই শিরোপা বেশ জরুরী। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার ওত্তর লা লিগা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ১২-১৩ ম্যাচ খেলেই আপনি চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেন। কিন্তু লীগ জিততে আপনাকে প্রতিদিন দৌড়াতে হবে। এদিকে পরশু রাতে ভ্যালেন্সিয়ার কাছে এ্যাটলেটিকো হারলেই লা লিগা শিরোপা নিশ্চিত হতো বার্সিলোনার। কিন্তু বার্সার শিরোপা অপেক্ষা বাড়িয়েছে এ্যাটলেটিকো। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। যদিও গত ১১ মৌসুমে অষ্টম শিরোপার কাছাকাছি আছে কাতালানরা। আগামী শনিবার ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ম্যাচ আছে বার্সার। ওই ম্যাচে জিতলেই শিরোপা হাতে তুলবেন মেসি-সুয়ারেজরা। তবে নিজেদের জয়ের আগেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সা। কারণ তাদের কয়েকঘণ্টা আগে মাঠে নামবে এ্যাটলেটিকো ও রিয়াল ভ্যালাদোলিদ। ওই ম্যাচে ভ্যালাদোলিদ জিতলেই শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠে নামবে কাতালানরা। বৃষ্টির মধ্যে হওয়া ম্যাচের ৯ মিনিটে এ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারো মোরাতা। তবে ৩৬ মিনিটেই কেভিন গামিরিও’র গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই (৪৮ মিনিট) আবার লিড নেয় এ্যাটলেটিকো। এবার হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন এ্যান্টোনিও গ্রিজম্যান। কিছুক্ষণ পরেই পেনাল্টি গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে অতিথিরা। ম্যাচের শেষদিকে আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল কোরেয়ার গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এ্যাটলেটিকো।
×