ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের টি২০ লীগে জাহানারা

প্রকাশিত: ১০:২৬, ২৭ এপ্রিল ২০১৯

 ভারতের টি২০ লীগে জাহানারা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মহিলা টি২০ চ্যালেঞ্জ আসরে ডাক পেয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। আগামী ৬ মে এই ফ্র্যাঞ্চাইজি আসর মাঠে গড়ানোর কথা। মাত্র তিনটি দল নিয়ে অনুষ্ঠিতব্য এ আসরের দ্বিতীয় সংস্করণে জাহানারা খেলবেন ভেলোসিটি দলের হয়ে। বিদেশী ফ্র্যাঞ্চাইজি টি২০ আসরে এ নিয়ে তৃতীয় বাংলাদেশী মহিলা ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন জাহানারা। ২০১৭-১৮ মৌসুমের জনপ্রিয় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি আসরে সুযোগ পেয়েছিলেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও অফস্পিনার খাদিজাতুল কুবরা। গত বছর স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছিল ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্ট। সেবার ছিল দুটি দল নিয়ে একটি প্রদর্শনী ম্যাচের মতো। এবার তিন দল নিয়ে পূর্ণাঙ্গ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিন দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জাহানারা খেলবেন ভেলোসিটি দলে। আগামী ৬ থেকে ১১ মে টুর্নামেন্টটি হবে জয়পুরে। তিন দলের প্রত্যেকে দুটি ম্যাচ করে খেলার সুযোগ পাবে। প্রথমপর্বের খেলা শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের হয়ে ৩৫ ওয়ানডেতে ৩০টি এবং ৫৫ টি২০তে ৩৯ উইকেট নিয়েছেন জাহানারা। এই পেস তারকাই বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে বিদেশী ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে চলেছেন। এর আগে ২০১৭ সালের নবেম্বরে অলরাউন্ডার রুমানাকে বিগব্যাশ লীগের দল ব্রিসবেন হিট এবং কুবরাকে মেলবোর্ন স্টারস দলে ভিড়িয়েছিল এবং জার্সিও পাঠিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে। পরে জানুয়ারিতে ২০১৭-১৮ মৌসুমের মহিলা বিগব্যাশ টি২০ লীগের শেষ পর্যায়ে ২০১৮ সালের জানুয়ারিতে দল দু’টিতে যোগ দিয়েছিলেন রুমানা ও কুবরা।
×