ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুনীল নারাইনের কষ্ট

প্রকাশিত: ১০:২৬, ২৭ এপ্রিল ২০১৯

 সুনীল নারাইনের  কষ্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে ২০১১ সালে ওয়ানডে অভিষেকের আগেই তারকাখ্যাতি পেয়ে গিয়েছিলেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি২০ বিশ্বকাপ জয়ে ছিল বড় অবদান। কিন্তু বোলিং এ্যাকশন এবং বোর্ডের সঙ্গে বিদ্রোহ সংক্রান্ত ঝামেলায় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি। এবারও ‘আসল’ বিশ্বকাপে নেই এই তারকা স্পিনার। পরশু আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আঙ্গুলের চোটের কারণে সেখানে জায়গা হয়নি তার। এমনকি খেলতে পারছেন না আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও। যদিও চোট নিয়েই চলতি আইপিএলে খেলছেন। আট বছরের ক্যারিয়ারে দু’দুটি বিশ্বকাপ চলে যাচ্ছে উইন্ডিজের প্রতিনিধিত্ব করতে না পেরে কষ্টে আছেন ৩০ বছর বয়সী ক্যারিবিয়ান তারকা। তবে সুস্থ হয়ে জাতীয় জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন দেখেন নারাইন। আন্তর্জাতিক ক্রিকেট মিস্ করছি, মিস করছি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করা। আমার মনটা পড়ে আছে ওখানেই। বলেন সেই ২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা নারাইন। কয়েক মাস আগে ডান হাতের মধ্যমার লিগামেন্ট ছিঁড়ে যায় নারাইনের। তা নিয়েই আইপিএল খেললেও একটানা বেশি বল করতে পারছেন না, টি২০তে ৪ ওভার বল করতে হয়। তাও করতে কষ্ট হচ্ছে, বারবার সাহায্য নিতে হচ্ছে ফিজিও’র। এই চোটই আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দিচ্ছে না। বিশ্বকাপটা খেলতে পারলে ভাল লাগত। চোট নিয়ে খেলাটা আমার ও দলের জন্য ভাল হতো না। কারণ আমি হয়তো সেরাটা দিতে পারতাম না। নারাইনের আঙ্গুলের ইনজুরি কবে সারবে জানিয়েছেন নিজেই। বিশ্বাস বিশ্বকাপের মাঝামাঝি সময়ে সেরে উঠবেন।
×