ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বহিষ্কৃত জামায়াত নেতা মঞ্জুর নেতৃত্বে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’

প্রকাশিত: ০১:১২, ২৭ এপ্রিল ২০১৯

বহিষ্কৃত জামায়াত নেতা মঞ্জুর নেতৃত্বে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’

অনলাইন রিপোর্টার ॥ বহিষ্কৃত জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতাদের একাত্মতায় নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল একাত্তরে দলের নতুন নাম ঘোষণা করা হয়। দলের নাম ঘোষণা করেন দলের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে তাদের এই উদ্যোগ তাদের রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ। ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি। মঞ্জু দাবি করেছেন, তাদের রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের দল। পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, “এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।” ১৯ দফা কর্মর্সূচির এই উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মঞ্জু। একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর চাপে পড়া জামায়াতের মধ্যে একটি অংশ দলে সংস্কারের দাবি তোলা শুরু করে। এই দল গঠনের উদ্যোগের পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো মদদ নেই বলেও দাবি করেন তিনি। যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও এই সংবাদ সম্মেলনে ছিলেন। মঞ্জুর উদ্যোগের সঙ্গে শামিল হওয়ার কথা জানিয়ে তাজুল দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে পেশাগতভাবে তিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।
×