ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে উইন্ডিজের সহ-অধিনায়ক গেইল

প্রকাশিত: ০২:৪৩, ৭ মে ২০১৯

বিশ্বকাপে উইন্ডিজের সহ-অধিনায়ক গেইল

অনলাইন ডেস্ক ॥ ক্রিস গেইলকে বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব মঞ্চে এবারই শেষবারের মতো দেখা যাবে বাঁহাতি এই ওপেনারকে। ২৮৯ ম্যাচে ১০ হাজার ১৫১ রান করা গেইল এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হয়ে যাওয়া গত আসরে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২১৫ রান, যা এখনও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। গেইল দেশকে সবশেষ নেতৃত্ব দিয়েছিলেন ২০১০ সালে। সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গেইল জানান, এই বিশ্বকাপ তার জন্য বিশেষ কিছু। “যে কোনো সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বি করা সব সময়ই সম্মানের ব্যাপার। সিনিয়র ক্রিকেটার হিসেবে অধিনায়ক ও দলের অন্যদের সহায়তা করা আমার দায়িত্ব।” আগামী ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ডে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে চলা ত্রিদেশীয় সিরিজে কিপার-ব্যাটসম্যান শেই হোপকে জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে বেছে নিয়েছে ক্যারিবিয়ানরা। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে এই টুর্নামেন্টে শুভ সূচনা করেছে তারা।
×