ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৯:০৩, ১২ মে ২০১৯

 ক্যাম্পাস সংবাদ

‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালা সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে দিনব্যাপী ‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাদিয়া ইনকরপোরেশন ও ড্রিম ডিভাইজারের সহযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। যাদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লি:-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহসান উল্লাহ খান, আমরা কোং এর গ্রুপ পিপল অফিসার অজেয় রোহিতাশ্ব -আল্ কাযী, পুলিশ হেড কোয়াটারস-এর মীর আবু তৌহিদ বিপিএম, পুলিশ সুপার (এসপি), এসএমই রবি এক্সিটা লি:-এর জেনারেল ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এ্যান্ড ই-কমার্সের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল), ও কানেক্ট-৩৬০ এর প্রতিষ্ঠাতা শরীফ নীড় প্রমুখ। কর্মশালায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ডেইলি স্টার, দৈনিক বণিক বার্তা, বাংলা নিউজ ২৪.কম ও রেডিও নেক্সট ৯৩.২এফ.এম। ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে সম্প্রতি ২ দিনব্যাপী নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন। সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে প্রবন্ধের ওপর আলোচনা করেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল শলথাইস ও এ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি ও বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সোস্যাল সাইন্সেস ফর উইমেন এর হেড অব কমার্স ড. কে প্রিয়া। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন গত ৪৭ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ যেভাবে বৃদ্ধি পেয়েছে তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের নারী এখন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার এবং সংসদের উপনেতাও নারী। এ বিশ্বে বিস্ময়কর। পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করবে। ক্যাম্পাস প্রতিবেদক
×