ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীর আম বাজারে আসছে বুধবার

প্রকাশিত: ০৮:০৩, ১২ মে ২০১৯

রাজশাহীর আম বাজারে আসছে বুধবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে চলতি মৌসুমের জন্য আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী বুধবার (১৫ মে) থেকে আম পাড়া শুরু হবে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আবদুল কাদের। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে গুটি আম পাড়া যাবে। এরপর পর্যায়ক্রমে অন্য আম পাড়া যাবে। এর মধ্যে গোপালভোগ ২০ মে, হিমসাগর বা ক্ষীরসাপাত ২৮ মে, লক্ষণভোগ ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আরশিনা আম পাড়া যাবে ১ জুলাই থেকে। এই সভায় রাজশাহীর সব উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আম চাষি ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
×