ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যান্সার হাসপাতালে রেকর্ড অনুদান পেয়ে উচ্ছ্বসিত ইমরান

প্রকাশিত: ০০:০১, ১৩ মে ২০১৯

ক্যান্সার হাসপাতালে রেকর্ড অনুদান পেয়ে উচ্ছ্বসিত ইমরান

অনলাইন ডেস্ক ॥ মায়ের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই হাসপাতালে এক রাতেই ২০ কোটি টাকা অনুদান পেয়েছেন শুভাকাঙ্খীদের কাছ থেকে। এতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একাধিক টুইটে ইমরান খান বলেছেন, আমি সব শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই। ইফতারের এই অনুষ্ঠানে যে অনুদান এসেছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি বলেন, একটা রাতেই ২০ কোটি টাকা অনুদান পেয়েছে শওকত খানম মেমোরিয়াল ট্রাস্ট। সমস্ত অনুদান কেবল ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্যেই ব্যয় করা হবে। এরপর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের শুভাকাঙ্ক্ষীরা জানান , তিনি ক্রিকেটার হিসেবে সফল ছিলেন। যখন ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগ নিলেন, সবাই বলেছিল হাসপাতাল সম্ভব না। কিন্তু সেটি তিনি প্রতিষ্ঠা করেছেন। রাজনীতিতে আসার পর তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। কিন্তু তিনি ঝুঁকি নিয়েছিলেন। সেসব বাঁধা উপেক্ষা করে তিনি হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। জানা গেছে, দুরারোগ্য ক্যান্সারের কারণে নিজের মাকে হারিয়েছেন ইমরান খান। চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি তিনি। তাই মায়ের স্মৃতিতে তিনি তৈরি করেন দেশের প্রথম ক্যান্সার স্পেশালাইজড হাসপাতাল। নাম শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল। ১৯৯৪ সালে লাহোরে গড়ে ওঠা এই হাসপাতালের শয্যা সংখ্যা ৬০০। এই হাসপাতালটির অনন্য বৈশিষ্ট্য হল, এখানে ৭৫ শতাংশ ক্যান্সার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। শুধু লাহোরেই নয়, একইভাবে পেশোয়ারেও নির্মাণ করেন আরেকটি ক্যান্সার হাসপাতাল। এসব হাসপাতালের প্রায় ৭০ শতাংশ চিকিৎসাই হয় অসহায় দরিদ্রদের।যা সম্পূর্ণ বিনামূল্যে।
×