ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদি ভারতের সবচেয়ে বড় বিপদ ॥ মমতা

প্রকাশিত: ০৩:৩৮, ১৪ মে ২০১৯

মোদি ভারতের সবচেয়ে বড় বিপদ ॥ মমতা

অনলাইন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে বড় বিপদ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, রাজ্যে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সোমবার মেটিয়াবুরুজে সভা থেকে মমতা বলেন, আমি মরে গেলেও রাজ্যে একটা দাঙ্গা করতে কাউকে দেব না। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। খবর এনডিটিভির তার কথায়, ‘মোদি ডায়মন্ড হারবারে দাঙ্গা করতে চান। তিনি দেশের সবচেয়ে বড় বিপদ। মোদি আবার ক্ষমতায় এলে দেশের কী হবে! বাংলা এমন একটা জায়গা যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেব না। মমতা আরও বলেন, শুধুমাত্র তার পরিবারের সদস্য বলেই অভিষেককেও নিশানা করা হচ্ছে। তার নামে নানা রকম অসত্য প্রচার করা হচ্ছে। মমতার দাবি ভোট পেতে সব রকম কাজ করতে পারে বিজেপি। নেমে যেতে পারে যে কোনও স্তরে।
×