ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে হামলায় মুক্তিযোদ্ধা রক্তাক্ত

প্রকাশিত: ০৪:১১, ১৪ মে ২০১৯

বাগেরহাটে হামলায় মুক্তিযোদ্ধা রক্তাক্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুর রশিদ হাওলাদার(৭৫) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার ছেলে স্কুলশিক্ষক মশিউর রহমান (৩০) ও ভাতিজা শাহআলমকেও (৩৫) দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। আজ মঙ্গলবার সকালে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদারকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত শিক্ষক মশিউর রহমান (৩০) ও শাহআলমকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা জানান, সকালে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাড়ির সামনে ভেঙ্গে যাওয়া রাস্তায় মাটি দিয়ে সংস্কার করছিলেন। তখন প্রতিবেশী নজরুল ইসলাম ও তার সহযোগীরা তার ওপর হামলা করেন। তারা পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তক্ত জখম করে। এসময় ঠেকাতে গেলে তার ছেলে ও ভাতিজাকেও মারপিট করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব শাহ আলম বাবুল আহত মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে যান। এ বিষয়ে থানার ওসি আজিজুল ইসলাম বলেন, জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের কারণে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
×