ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২৯, ১৪ মে ২০১৯

নীলফামারীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ মঙ্গলবার দিন ব্যাপী নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট’-এর ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ৩৯টি সূচকের পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত আরেকটি সূচক চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে কর্মশালায় এসডিজি বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে ‘নীলফামারী জেলার দারিদ্র্যতা শুন্য পর্যায়ে এনে একটি আধুিনক মডেল জেলা হিসাবে গড়ে তোলার জন্য ’ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশগ্রহনে দশ গ্রুপে বিভক্ত হয়ে গুরুত্বপূনঃ দিকগুলো উপস্থাপন করে।
×