ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি বছরের ডিসেম্বরে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন ॥ পানি সম্পদ উপমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩২, ১৪ মে ২০১৯

চলতি বছরের ডিসেম্বরে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন  ॥ পানি সম্পদ উপমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সর্বক্ষেত্রে সরকার উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সারা বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন করবে সরকার। আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে রত্নাগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ৫ হাজার নদী ভাঙন কবলিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যে কোন দুর্যোগে সরকার অসহায় মানুষের পাশে থাকবে। নড়িয়ার মানুষকে রক্ষায় সরকার প্রায় ১১ শ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করছেন সরকার। যার কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক , উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মরহুমা বেগম আশ্রাফুন্নেসা উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের মাতা। তিনি গত ১৫ মে অসুস্থ্য হয়ে ইন্তেকাল করেন। তার মায়ের নামে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন গড়ে সামাজিক ও মানবতার সেবা করে আসছেন ।
×