ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ৪৫ বস্তা টি সি বি পণ্য জব্দ, আটক ২

প্রকাশিত: ০৯:৪০, ১৪ মে ২০১৯

গফরগাঁওয়ে ৪৫ বস্তা টি সি বি পণ্য জব্দ, আটক ২

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ৪৫ বস্তা টি সি বির পণ্য ও ডিলারসহ সোমবার রাতে ২ জনকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ পৌরশহরের মধ্য বাজার বারেক এন্টারপ্রাইজের ডিলার আব্দুল বারেক ও কলেজ রোডের আর্মি স্টোরের আর্মি বাবুলকে আটক করে। এ সময় ২টি দোকান থেকে ৪’শ কেজি মসুড়ের ডাল, ৬২৫কেজি ছোলা (বুট), ও ৯৮০ লিটার সয়াবিন তৈল জব্দ করে থানায় নিয়ে যায়। বিশ্বস্থ সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মধ্যে ৪ বস্তা চিনি ও ২ বস্তা খেজুর ছিল। তবে ওসির দাবী ডাল, তেল ও ছোলা ছাড়া অন্য কোনকিছু জব্দ করা হয়নি। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, সরকারি পণ্য কালো বাজারীর করার উদ্দেশ্যে মজুদ করা মালামাল জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৪ টা ৩০ মিনিট কোন মামলা হয়নি।
×