ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাড়িতে করে প্রতিদিন ১৫ হাজার লিটার বিশুদ্ধ পানি দিচ্ছে বিসিসি

প্রকাশিত: ০৬:৫৪, ১৫ মে ২০১৯

গাড়িতে করে প্রতিদিন ১৫ হাজার লিটার বিশুদ্ধ পানি দিচ্ছে বিসিসি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পবিত্র রমজান মাসে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৫ হাজার লিটারের ওপরে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকা বিশেষ করে কলোনীগুলোতে রমজানের শুরুর দিকে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়ার পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তৃতীয় রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিসিসি’র দায়িত্বশীল কর্মকর্তারা। কর্পোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, নগরীর কোন এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে ভাউজারের মাধ্যমে সেখানে পানি দেয়া হতো। তবে এত বৃহত আকারে এটাই প্রথম বিশুদ্ধ পানি সরবরাহ করার কার্যক্রম। যেখানে সংকটময় এলাকা নির্ধারন করে মানুষের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন ১৫ হাজার লিটারের মতো পানি সরবরাহ ও বিতরণ করা হয়ে থাকে। তিনি বলেন, এ কাজে কর্পোরেশনের পানি বহনকারী গাড়ি (ভাউজার) একটি, সাতটি ট্রাক, ১৪টি পানির বড় ট্যাংকি ও একটি ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার ব্যবহার করা হচ্ছে। মেয়রের এ উদ্যোগে নগরবাসীর কাছ থেকে বেশ সারা পাওয়া গেছে বলে জানিয়ে তিনি আরও বলেন, এ কাজ প্রতিনিয়ত দেখাভাল মেয়র নিজেও করে থাকেন। নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা ফাতেমা বেগম জানান, গরম এলেই বিশুদ্ধ পানি বিশেষ করে খাবার পানির সংকট থাকে রসুলপুর, কলাপট্টি, পলাশপুরসহ আশপাশের এলাকায়। গভীর নলকূপের পানির স্তর নীচে নেমে যাওয়ায় পানি ওঠে না। এ অবস্থায় এবারই প্রথম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব এলাকার মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হচ্ছে। এদিকে রমজানে কোন কষ্ট ছাড়াই হাতের কাছ পানি পেয়ে খুশির কথা জানিয়েছেন নগরীর বাসিন্দারা।
×