ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাহুলকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে তৃণমূলসহ একাধিক আঞ্চলিক দল

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ মে ২০১৯

 রাহুলকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে তৃণমূলসহ একাধিক আঞ্চলিক দল

ভারতের প্রধানমন্ত্রী পদে বদল দেখতে চায় পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী পদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখতে আপত্তি নেই দলটির। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে রাহুলকে মেনে নেবে পশ্চিমবঙ্গের শাসক শিবির। দলটির একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। এরই মধ্যে ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিনও একই ধরনের ইঙ্গিত দেন। খবর এনডিটিভি অনলাইনের। তৃণমূলের এক দায়িত্বশীল সূত্র জানায়, এখন মোদিকে ক্ষমতাচ্যুত করাই বড় বিষয়। কে প্রধানমন্ত্রী হলেন সেটা কোন বিষয় নয়। তৃণমূলের শীর্ষ নেতারা প্রথম থেকেই বলে আসছেন নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কোন সিদ্ধান্তে আসা উচিত নয়। ভোট শেষ হয়ে যাওয়ার পর পরিস্থিতি বুঝে বিরোধীদের মধ্যে থেকে আলোচনা করে প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বেছে নেয়া হবে বলে একাধিকবার বলেছেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জী। তার মনে হয়েছে এখন এ নিয়ে আলোচনা করলে বিরোধী ঐক্যে ধাক্কা লাগতে পারে। ভারতের কয়েকটি আঞ্চলিক দল জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্রিয় হয়ে উঠেছে। তালিকায় মায়াবতীর বিএসপির পাশাপাশি মমতার তৃণমূলও রয়েছে। অনেকেই মনে করেন রাহুলের সঙ্গে মমতার সমস্যা থাকাতেই পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়নি। শেষমেশ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হবে কি না তা অনেকাংশেই নির্ভর করছে এই সমীকরণের ওপর। অপরদিকে ভারতের দক্ষিণ প্রান্তে অন্য ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে সফর করেছেন। তিনি বিভিন্ন আঞ্চলিক দলের নেতার সঙ্গে কথা বলেছেন। দীর্ঘ দিন ধরেই আঞ্চলিক দলগুলোর নৈকট্যের পক্ষে সওয়াল করে আসছেন টিআরএস প্রধান। এই উদ্যোগেও আশার আলো দেখছে তৃণমূল।
×