ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনী বাহিনীর হামলায় ৯৭ হুতি যোদ্ধা নিহত

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ মে ২০১৯

 ইয়েমেনী বাহিনীর হামলায় ৯৭ হুতি যোদ্ধা নিহত

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর আক্রমণে বিদ্রোহী হুতি গোষ্ঠীর ৯৭ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরব। আল দালিয়া প্রদেশে চালানো ওই হামলায় ১২০ হুতি যোদ্ধাকে বন্দী করা হয়েছে বলে সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে বুধবার জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি টেলিভিশন আল আরাবিয়া। বিস্তারিত না জানালেও অভিযান চলছে বলে জানা গেছে। দ্য ন্যাশনাল। হামলার একদিন পর রিয়াদ জানায়, সৌদি আরবজুড়ে তেলের পাইপলাইনে মঙ্গলবার ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যা নিয়ে আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার দিনের শেষে হুতিরা জানায়, তারা সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে সাতটি ড্রোন হামলা চালিয়েছে। যদিও তারা বিস্তারিত জানায়নি। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, পাইপ লাইনে তারা হামলা চালিয়েছে। হুতিদের বিরুদ্ধে চার বছর ধরে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ফের ক্ষমতায় বসানোই তাদের লক্ষ্য। এই যুদ্ধকে সৌদি আরব ও ইরানের ছায়া যুদ্ধ হিসেবে দেখা হয়। সৌদি জোট বাহিনী ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীকে সমর্থন দিয়ে আসছে।
×