ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীতশিল্পী খালিদ হোসেন অসুস্থ

প্রকাশিত: ০৮:৩৯, ১৬ মে ২০১৯

  সঙ্গীতশিল্পী খালিদ হোসেন অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত নজরুলসঙ্গীত শিল্পী ও গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ। তিনি ১০ দিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন। খবরটি নিশ্চিত করেছেন সিদ্দিক নামে খালিদ হোসেনের একজন ছাত্র। তিনি জানান, বরেণ্য এ শিল্পী অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখের পাশাপাশি ফুসফুস আর হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। শারীরিক গুরুতর সমস্যা নিয়ে তিনি গত বছরের শুরুর দিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। এরপর থেকে প্রতিমাসে তাকে একটি বিশেষ ইঞ্জেকশন দিতে হয়। এ কারণে ভর্তি হতে হয় হাসপাতালে। ইঞ্জেকশন দেয়ার দু’দিন পরই তিনি বাসায় ফিরে যান। এবারও একই কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু ইঞ্জেকশন দেয়ার পর আর বাসায় ফিরে যেতে পারছেন না। তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটায় তাকে সিসিইউতে রাখা হয়েছে। শিল্পী ও গবেষক খালিদ হোসেনের পরিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত গুণী এ শিল্পীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। খালিদ হোসেন ১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুল সঙ্গীতের শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারে তার ছয়টি নজরুল সঙ্গীতের এ্যালবাম প্রকাশ হয়েছে। তার একটি আধুনিক গানের এ্যালবাম ও ১২টি ইসলামী গানের এ্যালবামও রয়েছে। খালিদ হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সঙ্গীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটে নজরুল সঙ্গীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।
×