ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদে চ্যানেল আইতে ৭ চলচ্চিত্র

প্রকাশিত: ০৮:৪০, ১৬ মে ২০১৯

 ঈদে চ্যানেল আইতে ৭ চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ দর্শকদের আকাক্সক্ষা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলার শুরু থেকে চ্যানেল আই তার অগণিত দর্শকদের জন্য বিশেষ দিনে, বিশেষ আয়োজন নিয়ে সব সময়ই পাশে রয়েছে। দর্শকদের উপহার দিচ্ছে বিনোদনের পরিপূর্ণ ভান্ডার। সময়ের সঙ্গে কারিগরি মান, দক্ষতা ও পেশাদারিত্বের উৎকর্ষে এখন চ্যানেল আই এইচডি’তে এবং বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি ঘরে পরিবারের সদস্য হয়ে ২৪ ঘণ্টা চোখ খুলে রেখেছে হৃদয়ে বাংলাদেশ ধারণ করে। আর তাই বাংলাদেশের তথা বিশ্বব্যাপী বাংলাভাষাভাষী মানুষের সবচেয়ে পছন্দের টিভি চ্যানেল ‘চ্যানেল আই’। এরই ধারাবাহিকতায় ২০১৯-এর ঈদ-উল-ফিতরে এবারও ৭ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিশেষ ঈদ অনুষ্ঠানমালা। এ সকল অনুষ্ঠান নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় সুপারস্টাররা। এবারের ঈদ-উল-ফিতরে চ্যানেল আই দর্শকদের জন্য তার পর্দায় রেখেছে ৬দিনে ৭টি চলচ্চিত্রে প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। এগুলো দেখানো হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত। ঈদের দিন দেখানো হবে ২টি চলচ্চিত্র। গীতালি হাসানের কাহিনী নিয়ে নির্মিত ‘আলোয় ভুবন ভরা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। এতে অভিনয় করেছেন সাইফ খান, মিষ্টি মারিয়া, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, মুকুল সিরাজ, কাঞ্চন প্রমুখ। দেখানো হবে ঈদের দিন দুপুর ১১-৩০ মিনিটে। ‘রাত্রির যাত্রী’ দেখানো হবে ঈদের দিন বিকেল ২-৩০ মিনিটে। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস প্রমুখ। ‘জান্নাত’ চলচ্চিত্র পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন, মিশা সওদাগর প্রমুখ। প্রচার হবে ঈদের দ্বিতীয়দিন সকাল ১০-১৫ মিনিটে। শহিদুল আলম সাচ্চু পরিচালনা করেছেন চলচ্চিত্র ‘ভালবাসার উত্তাপ’। অভিনয়ে অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজ, কাজী রাজু প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয়দিন সকাল ১০-১৫ মিনিটে। ‘স্বামীহারা সুন্দরী’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদের খান। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থদিন সকাল ১০-১৫ মিনিটে। গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘নামতা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বীথি রানী সরকার, নাফিজা চৌধুরী, মোমেনা চৌধুরী, মম আলী, কাজী রাজু প্রমুখ। দেখানো হবে ঈদের পঞ্চমদিন সকাল ১০-১৫ মিনিটে। ঈদের ৬ষ্ঠদিন সকাল ১০-১৫ মিনিটে দেখানো হবে সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘ব্ল্যাক মানি’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন কেয়া, সায়মন, মৌসুমী হামিদ প্রমুখ।
×