ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা প্রতি কেজি

প্রকাশিত: ০৮:৫৩, ১৬ মে ২০১৯

 পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা প্রতি কেজি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য নিধারণ করা হয়েছে ২৪ টাকা কেজি। বুধবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ক্ষুদ্র চা চাষী ও চা কারখানা মালিকদের নিয়ে জেলা প্রশাসন কাঁচা চা পাতার মূল্য নিধারণ সংক্রান্ত সভার আয়োজন করে। সভায় চা কারখানার মালিক ও ক্ষুদ্র চা চাষীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, চা বোর্ডের কর্মকর্তা শামিম ইকবালসহ চা কারখানার মালিক ও ক্ষুদ্র চা চাষীরা বক্তব্য রাখেন। সভায় চা কারখানার মালিক ও ক্ষুদ্র চা চাষীদের সমন্বয়ে কাঁচা চা পাতার মূল্য ২৪ টাকা কেজি নির্ধারণ করা।
×