ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধুমাসের প্রথম দিনেই রাজশাহীর বাজারে এলো গুটি আম

প্রকাশিত: ০৯:০২, ১৬ মে ২০১৯

  মধুমাসের প্রথম দিনেই রাজশাহীর  বাজারে এলো গুটি আম

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ মধুমাস জ্যৈষ্ঠের প্রথমদিনেই রাজশাহীর বাজারে এসেছে গুটিজাতের আম। মধুমাসের শুরুর দিন বুধবার রাজশাহীর গাছ থেকে আনুষ্ঠানিকভাবে নামানো হয় আম। প্রশাসনের বেঁধে দেয়া সময় মতে, বুধবার থেকে পর্যায়ক্রমে সাত ধাপে বিভিন্ন জাতের আম গাছ থেকে নামানো যাবে। প্রথমদিন থেকেই সরগরম হয়ে উঠেছে রাজশাহীর আমের বাজার। জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে প্রথম গুটিজাতের আম বিক্রি হয়েছে দেদার। ১২ থেকে ১৩শ’ টাকা মণ দরে বিক্রি হয়েছে গুটি আম। দেশবাসীকে বিষমুক্ত আম দিতে গেলো তিন বছর ধরে গাছ থেকে আম ভাঙার জন্য সময় বেঁধে দিচ্ছে জেলা প্রশাসন। এবারও সময় বেঁধে দেয়া হয়। সে অনুযায়ী বুধবার থেকে শুরু হয়েছে গুটি আম নামানোর কর্মযজ্ঞ। পর্যায়ক্রমে সাত ধাপে বিভিন্ন জাতের সুস্বাদু পরিপক্ব আম গাছ থেকে পাড়া হবে। উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, রাণীপছন্দ ২৫ মে, খিরসাপাত বা হিমসাগর ২৮ মে এবং লক্ষণভোগ বা লখনা নামানো যাবে ২৬ মে থেকে। এছাড়া ল্যাংড়া আম ৬ জুন, আম্রপালি ও ফজলি ১৬ জুন থেকে নামানো যাবে। আর সবার শেষে ১৭ জুলাই থেকে নামানো যাবে আশ্বিনা জাতের আম।
×