ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যায্যমূল্য দাবিতে সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ

প্রকাশিত: ০৯:০৪, ১৬ মে ২০১৯

 ন্যায্যমূল্য দাবিতে সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ধানের ন্যায্যমূল্য দাবিতে রাজশাহীর সড়কে ধান ছিটিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে স্থানীয় একটি ছাত্র সংগঠন। ধানসহ দেশের সব কৃষি পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ প্রতিবাদ জানান। বুধবার বেলা সাড়ে ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃষকদের পক্ষ থেকে এই প্রতিবাদ জানায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, অনুকূল আবহাওয়া, কৃষকদের চেষ্টা ও ফসলের যত্নে দেশে এবার ধানের ফলন ভাল হয়েছে। তবে সেই ধানের ন্যায্যমূল্য সরকার নিশ্চিত করতে পারছে না। এখন এক মণ ধানের যে দাম পাওয়া যাচ্ছে তা দিয়ে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে দেড় শ’ থেকে দুই শ’ টাকা। যে কারণে দেশের বিভিন্ন স্থানে ধানের ক্ষেতে কৃষক আগুন ধরিয়ে দিচ্ছে।
×