ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজেটের অধিকাংশই যায় বিদেশী ঋণ শোধ করতে ॥ নজরুল

প্রকাশিত: ০৯:১০, ১৬ মে ২০১৯

  বাজেটের অধিকাংশই  যায় বিদেশী ঋণ শোধ করতে ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশের বাজেটের অধিকাংশই বিদেশীদের ঋণ ও সুদ পরিশোধ করতে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৪৩তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে ন্যাপ ভাসানী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেন, এক সময় দেশের বাজেট বরাদ্দের অধিকাংশ রাখা হতো স্বাস্থ্য, শিক্ষা বা প্রতিরক্ষা খাতে। কিন্তু বর্তমানে দেশের বাজেটের অধিকাংশ বরাদ্দ রাখা হচ্ছে বিদেশীদের ঋণ ও সুদ পরিশোধ করতে। তিনি বলেন, দেশে ঋণ বেড়েই চলেছে। বর্তমানে একটা শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মাথাপিছু ঋণ ৬০ হাজার টাকা।
×