ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে ব্যবসায়ীর দোকানের দেয়াল ভাঙ্গার অভিযোগ

প্রকাশিত: ০৯:২৩, ১৫ মে ২০১৯

রাঙ্গাবালীতে ব্যবসায়ীর দোকানের দেয়াল ভাঙ্গার অভিযোগ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষুদ্র এক ব্যবসায়ীর নির্মাণাধীন দোকানের দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার বাহেরচর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ১০-১২ বছর ধরে উপজেলা সদরের বাহেরচর বাজারের পুরান সেতু সংলগ্ন এলাকার খাস জমিতে স্থানীয় স্বপন দেবনাথ টিনশেডের একটি দোকানে মিষ্টি বিক্রির ব্যবসা করছেন। ওই দোকানটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে তিনি পাকা টিনশেড দোকান নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু ওইদিন বিকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তার নির্মাণাধীন দোকানের দেয়াল ভেঙ্গে দেয়। ব্যবসায়ী স্বপন দেবনাথের স্ত্রী লিপি রানীর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি পরিবারের সদস্যরা আমাদেরকে উৎখাতের চেষ্টা করে আসছে এবং এ জমি দখলের পায়তারা করছে। আমরা পাকা দোকানের কাজ শুরু করলে তারা কয়েকজন এসে আমার দোকানের মধ্যে ঢুকে দেয়াল ও মালামাল ভাংচুর করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। এরআগেও আমার দোকানে তারা হামলা করেছে। আমি এ ঘটনার বিচার চাই। আমরা মামলা দায়েরেরও প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×