ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:২৭, ১৫ মে ২০১৯

রাঙ্গাবালীতে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রাম থেকে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে আসমা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এরপরই পুলিশ নিহত গৃহবধূর স্বামী ইকবাল হাওলাদারকে গ্রেফতার করেছে। এরআগে নিহত গৃহবধূর ভাই আইয়ুব দেওয়ান তার বোনকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামীসহ পাঁচজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হচ্ছে- গৃহবধূর শ্বশুর আফজাল হোসেন, ননদ সানিয়া, দেবর বশার ও স্থানীয় রাজু হাওলাদার। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা আসমাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। পারিবারিক সূত্রে বলা হয়েছে, প্রায় ১০ বছর আগে চতলাখালী গ্রামের ইকবাল হাওলাদারের সঙ্গে চালিতাবুনিয়া গ্রামের আসমা বেগমের বিয়ে হয়। এ দম্পতির ৭ বছরের একটি ছেলে রয়েছে। ইকবাল ঢাকায় থাকে। ঘটনার একদিন আগে সোমবার ইকবাল বাড়ি আসে। এরপরই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে আসমা বেগমকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার স্বামী দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। তাৎক্ষণিক আসমাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আসমার ভাই মামলা করেছে। যার প্রেক্ষিতে আসমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
×