ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ০৯:৪৪, ১৬ মে ২০১৯

 নারায়ণগঞ্জে গার্মেন্টস  শ্রমিকদের  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আগামী ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের পূর্ণ বেতন ও বেসিকের সমান বোনাস পরিশোধের দাবিতে বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর চৌধুরী কমপ্লেক্সের সামনে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সংগঠক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাাদক রুহুল আমিন সোহাগ, নারায়ণগঞ্জ জেলার দফতর সম্পাদক কামাল পারভেজ মিঠু ও গাবতলী-পুলিশ লাইন শাখার সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, উৎসব বোনাস কোন দয়া নয়, এটা শ্রমিকের অধিকার। নেতৃবৃন্দরা আরও বলেন, প্রতিবছর রোজার শুরুতে শ্রম মন্ত্রণালয় মালিকদের সঙ্গে বৈঠক করে সকল পোশাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু মালিকরা ঈদের ছুটির পূর্ব মুহূর্ত পর্যন্ত শ্রমিকদের বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে।
×