ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ০৯:৫৮, ১৫ মে ২০১৯

মাদারীপুরে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বুধবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা থানার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এসময় আটককৃতদের কাছ থেকে ১৯মোবাইল, ৪৮ সীমকার্ড ও ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদারীপুর র‍্যাব ক্যাম্পের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে বুধবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা থানার ঈশ্বরদী গ্রামে অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলো- ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী গ্রামের লিয়াকত আলী কাজীর ছেলে মোঃ মিরাজুল কাজী (২৩), সুরুজ শিকদারের ছেলে মোঃ এমদাদ শিকদার (২৪) ও সদরপুর উপজেলার আমিরাবাদ মৃধাডাঙ্গী গ্রামের মোঃ জালাল মৃধার ছেলে মোঃ শহিদ মৃধা। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ১৭ পিস ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন-১৯টি, এবং সীমকার্ড- ৪৮টি উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের কাছ হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী ও বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান হতে বিকাশ প্রতারণার মাধ্যমে অসহায় লোকের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছে বলে স্বীকার করে। এছাড়াও বিভিন্ন বিকাশ গ্রাহকদেরকে পুরষ্কার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে নানা কৌশলে বিকাশ গ্রাহকদের একাউন্ট থেকে তাদের নিজেদের বিকাশ একাউন্টে টাকা স্থানান্তর করে নেয়।
×