ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যালট বাক্স পৌঁছাতে...

প্রকাশিত: ১০:২৫, ১৬ মে ২০১৯

 ব্যালট বাক্স পৌঁছাতে...

অস্ট্রেলিয়ার মতো বিস্তৃত অঞ্চল জুড়ে থাকা জনবসতির একটি দেশে যেখানে ভোট দেয়া বাধ্যতামূলক- সেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য বেশ চ্যালেঞ্জের। আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে রেকর্ড সংখ্যক ৯৬.৮% ভোটারের প্রত্যেকের জন্য ব্যালট নিশ্চিত করাটা আরও দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ অস্ট্রেলিয়ানই শহর বা আঞ্চলিক কেন্দ্রগুলোতে ভোট দিয়ে থাকেন, তবে এমন অনেক ভোটারই আছেন যারা সহজেই সেই স্থানগুলোতে যেতে পারবেন না। আর তাই সবার জন্য সুযোগটি দিতে দেশটির নির্বাচন কর্মকর্তারা ১২ দিনের বেশি সময় ধরে তিন হাজার প্রত্যন্ত বা দূরবর্তী স্থান পরিদর্শন করেছেন। কোন স্থানে কেবল একটি ব্যালট বাক্স পৌঁছে দিতে তাদের সড়ক, আকাশ পথসহ সমুদ্রও পাড়ি দিতে হয়েছে। নির্বাচন কর্মকর্তা জিওফ ব্লুম বলেন, ‘আমরা যদি একটি মাত্র অনুরোধ পেয়েছি, তবে তা রক্ষার জন্য সেখানে পৌঁছে গেছি।’ তার দল দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২০০টি প্রত্যন্ত স্থানে যান, যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। আর এজন্য তারা ভাড়া করেন নৌযান, উড়োজাহাজ, দুর্গম পথে যাওয়ার উপযোগী গাড়ি থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত। -বিবিসি
×