ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ১০:৪৫, ১৬ মে ২০১৯

বিসিএস কর্নার

১. আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি? লোক লোকান্তর [১৯৬৩] সোনালী কাবীন [১৯৭৩] আদৃষ্টবাদীদের রান্নাঘর [১৯৮০] দোয়েল ও দয়িতা [১৯৯৭] উত্তর: সোনালী কাবীন [১৯৭৩] ২. লেবু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, ফরাসি ফারসি, হিন্দি উত্তর: আরবি ৩. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৪. সারেং বৌ প্রকাশিত হয়? ১৯৫২, ১৯৬২ ১৯৬৩, ১৯৬৯ উত্তর: ১৯৬২ ৫. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা- রামনিধি গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ সেন সত্যেন্দ্রনাথ দত্ত উত্তর: অতুল প্রসাদ সেন ৬. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সিংহাসন ভাই-বোন কানাকানি গাছপাকা উত্তর: ভাই-বোন ৭. বাংলা ভাষায় কয় টি খাঁটি উপসর্গ আছে? ২১, ২২, ১৯, ২০ উত্তর: ২১ ৮. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর গোলাম মোস্তফা শেখ ফজলুল করিম উত্তর: শেখ ফজলুল করিম ৯. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ১০. ’কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? উক্তিটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যেরায় মোহিতলাল মজুমদারের কৃষ্ণচন্দ্র মজুমদারের সুরেন্দ্রনাথ মজুমদারের উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদারের ১১. সনেটে কয়টি লাইন থাকে? ১২, ১৬, ১৪, ১৫ উত্তর: ১৪ ১২. প্রত্যক্ষ কোনো বস্তুর সাতে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি কে বলা হয় উপমিত, উপমান উপমেয়, রূপক উত্তর: উপমেয় ১৩. ‘সূর্য’ – এর প্রতিশব্দ সধাংশু শশাংক আদিত্য বিধু উত্তর: আদিত্য ১৪. রাম মোহন রায় কত সালে বাংলা ব্যাকরণ লেখেন? ১৮২২, ১৮২৬, ১৮২৯, ১৮৩৩ উত্তর: ১৮২৬ ১৫. ”গাজী মিয়াঁর বস্তানী ” কি ধরনের রচনা ? আত্মজীবনী নাটক উপন্যাস কাব্য উত্তর: আত্মজীবনী
×