ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, অনড় ট্রাম্প

প্রকাশিত: ২৩:৫১, ১৬ মে ২০১৯

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, অনড় ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুক্ত বাণিজ্যের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেছেন, দরজা বন্ধ করে কোনো দেশ বাঁচতে পারেন না। নতুন করে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ শুরুর পরে বুধবার আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার চীনের ২০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বাড়িয়েছে ট্রাম্পের প্রশাসন। জানিয়েছে আরও ৩২ হাজার ৫০০ কোটি ডলারের পণ্যে নতুন করে শুল্ক চাপানোর কথাও। তারপরে পাল্টা হিসেবে ৬ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়েছে বেজিংও। শিয়ের দাবি, যে সভ্যতা বিশ্বের থেকে মুখ ফিরিয়ে থাকে, তাতে প্রাণ সঞ্চারও হয় না। মুক্ত বাণিজ্য, বিশ্বায়নের লক্ষ্যে এশিয়ার সব দেশকে এক জোটে কাজ করার আহ্বানও জানান তিনি। অনেকের মতে, শুল্ক যুদ্ধের আবহে সম্প্রতি মার্কিন প্রশাসনের এক ব্যক্তি চীনের সঙ্গে টানাপড়েনকে ‘অন্য সভ্যতার সঙ্গে লড়াই’ বলে জানিয়েছেন। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন শি। চীনের সঙ্গে শুল্ক-যুদ্ধ নিয়ে অবশ্য নিজের অবস্থানেই অনড় ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে তার দাবি, বেজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বন্ধ হয়নি। সামান্য ‘কথা কাটাকাটি’ হয়েছে। কিন্তু আলোচনা থমকে যায়নি। লগ্নিকারীরা অবশ্য এখনই এতে আশ্বস্ত হচ্ছেন না। বিশেষত যখন চিন ও আমেরিকা দু’দেশের বাজারেই চাহিদা কমার লক্ষণ দেখা দিয়েছে। কমেছে বিক্রি। ধাক্কা খেয়েছে শিল্পোৎপাদনও। বিশেষজ্ঞদের অনেকের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে বৃদ্ধির হারেও ধাক্কা লাগতে পারে। যার জের পড়ার সম্ভাবনা বিশ্ব দেশের বাজার তথা অর্থনীতিতেও। তবে এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গাড়ির ওপরে চড়া আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত ছ’মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এদিকে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর থেকে রফতানির বিশেষ সুবিধা তুলে নিলে তা আদতে চিনকেই সুবিধা করে দেবে বলে জানিয়েছে ওয়াশিংটনের জিএসপি। তাদের মতে, বাণিজ্য যুদ্ধের জেরে এখন এই সব দেশগুলোর থেকে বেশি পণ্য আমদানি করছে মার্কিন সংস্থাগুলো। কিন্তু ভারতের থেকে জিএসপি তুললে বেজিংকে চাপে ফেলার প্রচেষ্টাতেই ধাক্কা লাগবে।
×