ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জম্মু কাশ্মিরে অভিযানের সময় সেনাসহ নিহত ৪

প্রকাশিত: ২৩:৫২, ১৬ মে ২০১৯

জম্মু কাশ্মিরে অভিযানের সময়  সেনাসহ নিহত ৪

অনলাইন ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পুলাওয়ামায় অভিযানের সময় একজন সেনা সদস্যসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসী তিনজনই গুলিতে নিহত হয়। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন্স গ্রুপ মিলে তল্লাশি চালাচ্ছিল। এসময় সন্ত্রাসীরা তাদের উদ্দেশে গুলি ছোঁড়ে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়। এতে চারজন নিহত হওয়ার পাশাপাশি আরও দুই সেনা এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা জইশ-ই-মোহাম্মদের কর্মী। তারা সবাই একটি বাড়িতে লুকিয়ে ছিল। তল্লাশি চালানোর সময় হঠাৎ করে তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, স্থানটি থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই পুরো এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ আছে।
×