ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়ে দেয়া হবে ॥ মোদি

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ মে ২০১৯

 বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়ে দেয়া হবে ॥ মোদি

সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলমান উত্তেজনার মধ্যে একই জায়গায় মূর্তি গড়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তর প্রদেশে এক নির্বাচনী সভায় মোদি এ প্রতিশ্রুতি দেন। খবর এনডিটিভি অনলাইনের। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো থেকে একদল লোক বিদ্যাসাগরের মূর্তিটি গুঁড়িয়ে দেয়। সেদিনের ঘটনার দায় তৃণমূলের ওপর চাপিয়ে বৃহস্পতিবার উত্তর প্রদেশের ওই সভায় মোদি বলেন, ওই জায়গাতেই বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি বসানো হবে। যে তৃণমূলের গু-ারা মূর্তি ভেঙ্গেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে তৃণমূল নেতা মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণও করেন তিনি। এদিকে মূর্তি গড়ে দেয়ার ঘোষণায় মোদির বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন মমতা। বৃহস্পতিবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আপনার কাছ থেকে আমরা ভিক্ষা নেব না।
×