ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৃথিবীর গভীরতম ডুব

প্রকাশিত: ০৯:৫০, ১৭ মে ২০১৯

 পৃথিবীর গভীরতম ডুব

প্রশান্ত মহাসাগরের মারিয়ানা স্ট্রাঞ্চের তলদেশে প্রায় ১০,৯২৮ মিটার নিচে নেমে রেকর্ড গড়লেন সাবেক মার্কিন নৌ-সেনা ভিক্টর ভেসকোভে। সবচেয়ে গভীর এই সমুদ্রখাতের গভীরতম বিন্দুতে নেমে জলের তলার জীব ও পাথরের নমুনা সংগ্রহ করতে চারবার সাবমেরিনে করে সেখানে যান। চারঘণ্টা সমুদ্র তলদেশে থাকেন তিনি। তবে সেখানে গিয়ে তাকে যে বিষয়টি অবাক করেছে তা হলো জমে থাকা প্লাস্টিক বর্জ্য -এনডিটিভি
×