ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সারোয়ার জাহানকে মারধরের অভিযোগ মিথ্যা’

প্রকাশিত: ০৯:৫৬, ১৭ মে ২০১৯

 ‘সারোয়ার জাহানকে মারধরের অভিযোগ মিথ্যা’

স্টাফ রিপোর্টার ॥ গ্রীন লাইফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু ফয়সাল মোসাব্বের সাইমনের বিরুদ্ধে প্রকৌশলী সারোয়ার জাহান মিঠুকে মারধর করার অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। ব্যবসায়িক সুনাম ও আর্থিকভাবে ক্ষতি করতেই প্রকৌশলীকে মারধর করার মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন গ্রীন লাইফ গ্রুপের প্রশাসন বিভাগের পরিচালক জামান চৌধুরী। তিনি আরও বলেন, কোম্পানিটিতে অন্তত ৬ হাজার কর্মকর্তা কর্মচারী কর্মরত। গ্রীন লাইফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু ফয়সাল মোসাব্বের সালমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তার কোম্পানির প্রকৌশলী সারওয়ার জাহান মিঠুকে মারধর করার গুজব ছড়ানো হয়েছে। মূলত শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতেই একটি পক্ষ এমন গুজব ছড়িয়ে দিয়েছিল।
×