ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

প্রকাশিত: ০৯:৫৬, ১৭ মে ২০১৯

  বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) র‌্যালি, বেলুন ও পায়রা উড়ানো, সেমিনারের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হয়। র‌্যালি ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ আলী আহসান। বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ হারিসুল হক, অধ্যাপক ডাঃ এস এম মোস্তফা জামান, সহকারী অধ্যাপক ডাঃ আরিফুল ইসলাম জোয়ারদার প্রমুখ। -বিজ্ঞপ্তি
×