ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে লারাকে ছুঁতে চলেছেন গেইল

প্রকাশিত: ০১:৪১, ১৭ মে ২০১৯

বিশ্বকাপে লারাকে ছুঁতে চলেছেন গেইল

অনলাইন ডেস্ক ॥ আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের মহারণ। একাধিক ক্রিকেটারের কাছে এটাই হতে চলেছে শেষ বিশ্বকাপ। সেই তালিকায় সবার উপরে যার না তিনি হলেন ক্রিস গেইল। এবারের বিশ্বকাপের মধ্যে দিয়ে রেকর্ড সংখ্যাক বিশ্বকাপ খেলতে নামছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস্টোফার হেনরি গেইল। ইংল্যান্ডের মাটিতে এটি গেইলের পঞ্চম বিশ্বকাপ। এর আগে ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপই সম্ভবত গেইলের কেরিয়ারে শেষ বিশ্বকাপ। এজন্য তাকে সম্মান জানাতে গেইলের হাতে সহঅধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেইল তৃতীয় ক্রিকেটার যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে চলেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ বিশ্বকাপ খেলেছেন লারা। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন শিব নায়ারণ চন্দরপল। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ বিশ্বকাপে খেলেছেন তিনি।
×