ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগ করলেন অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর

প্রকাশিত: ০০:৫৩, ১৯ মে ২০১৯

পদত্যাগ করলেন অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রিয়ায় ২০১৭ সালে নির্বাচনের আগে অবৈধ রাশিয়ান পুঁজি ব্যবহার করতে দেওয়ার কথোপকথনের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ক্ষমতাসীন অস্ট্রিয়ার জোট সরকারের ওপর চাপ বাড়ছে। জার্মানির দুটি স্বনামধন্য পত্রিকা ডের স্পিগেল ও সুদ ডয়েচে যাইটুং গোপনে ধারণ করা ভিডিওটি শুক্রবার সন্ধ্যায় তাদের অনলাইন সংস্করণে খবর সহ প্রকাশ করে। অবৈধ রাশিয়ান পুঁজি অস্ট্রিয়াতে ব্যবহার করতে দেওয়ার এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর অস্ট্রিয়ার কট্টরবাদী ফ্রিডম পার্টির প্রধান ও দেশটির সহকারী চ্যান্সেলর হাইঞ্জ ক্রিশ্চিয়ান ষ্ট্রাখে পদত্যাগ করেছেন। ভিডিওটি ভূমধ্যসাগরীয় পর্যটন দ্বীপ ইবিজায় ২০১৭ সালের জুলাইয়ে একটি শৌখিন ভিলাতে গোপনে ধারণ করা হয়েছিল। ভিডিওতে দেখা গেছে, কট্টরবাদী ফ্রিডম পার্টির প্রধান ও বর্তমানে দেশটির সহকারী চ্যান্সেলর হাইঞ্জ ক্রিশ্চিয়ান ষ্ট্রাখে এবং তাঁর দলের সহযোগী, ভিয়েনার সাবেক মেয়র ও বর্তমানে অস্ট্রিয়ার পার্লামেন্টে কট্টরবাদী ফ্রিডম পার্টির দলনেতা যোহা্ন গুডেনস দুজন তরুণীর সঙ্গে কথা বলছেন। আরও দেখা যায়, সোফায় গা এলিয়ে আরাম করা ভঙ্গিতে বসে শ্যাম্পেন পান করতে করতে অবৈধ রাশিয়ান পুঁজি কীভাবে অস্ট্রিয়াতে বৈধ ভাবে ব্যবহৃত হবে তা নিয়ে পরিকল্পনা করছেন। অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনের তিন মাস আগে এই অবৈধ পুঁজির ব্যবহার নিয়ে আলোচনায় কট্টরবাদী ফ্রিডম পার্টিকে বিরাট অঙ্কের চাঁদা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে অযাচিতভাবে শরণার্থী ও মুসলিম বিদ্বেষকে কাজে লাগিয়ে ফ্রিডম পার্টি নির্বাচনে ভালো ফলাফল করে। গত বছর ডিসেম্বরে অস্ট্রিয়ার ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলটির সঙ্গে জোট বেঁধে কট্টরবাদী ফ্রিডম পার্টি জোট সরকার গঠন করে। পরে কট্টরবাদী ফ্রিডম পার্টির প্রধান হাইঞ্জ ক্রিশ্চিয়ান ষ্ট্রাখে দেশটির সহকারী চ্যান্সেলর নিযুক্ত হন। শুক্রবার জার্মানির দুটি পত্রিকার অনলাইনে অস্ট্রিয়ার দুই ক্ষমতাসীন কট্টরবাদী রাজনীতিকদের এই কেলেঙ্কারিপূর্ণ ভিডিওটি প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই এই দুই রাজনীতিক পদত্যাগ করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে শনিবার ছুটির দিন বহু লোক অস্ট্রিয়ার জোট সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচনের দাবি করেছেন।
×