ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেদারনাথের গুহায় ধ্যানে মোদী

প্রকাশিত: ০১:১০, ১৯ মে ২০১৯

কেদারনাথের গুহায় ধ্যানে মোদী

অনলাইন ডেস্ক ॥ এক মাসেরও বেশি সময়ের ভারতের লোকসভা নির্বাচনের প্রচার শেষের পরদিনই উত্তরাখণ্ডে গিয়ে হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথের মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গুহায় বসে কিছু সময় ধ্যানও করেছেন তিনি। লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতৃত্বে রয়েছে নরেন্দ্র মোদী। গত ১১ এপ্রিল শুরু হওয়া সাত পর্বের এই নির্বাচনের শেষ ধাপের ভোট হচ্ছে রোববার। ভোটের প্রচার শেষ হওয়ায় দুই দিনের সফরে শনিবার সকালে উত্তরাখণ্ডে যান মোদী। উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণিতে কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে কেদারনাথ মন্দির। এক সময়ের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের নেতা নরেন্দ্র মোদী এই শিব মন্দিরে নিয়মিতই যান। এদিন পাহাড়ি পোশাক পরে মোদী প্রায় আধা ঘণ্টা কেদারনাথ মন্দিরে ছিলেন। মন্দির চত্বর প্রদক্ষিণের পাশাপাশি ভিতরে ঢুকে পুজো দেন তিনি। কেদারনাথ মন্দির প্রাঙ্গণে চলতে থাকা উন্নয়নের কাজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী। দুপুরের পরে মন্দিরের গুহায় ধ্যানে বসেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৭৫৫ ফুট উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দির তীব্র শীতের কারণে বছরের একটা সময় বন্ধ থাকে। গত নবেম্বরে দিওয়ালির সময় মোদী সর্বশেষ এই মন্দিরে যান বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে। রবিবারও নরেন্দ্র মোদী ওই এলাকার একটি মন্দিরেও যাবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভোটার সংখ্যার দিক দিয়ে বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচন হচ্ছে ভারতে। লোকসভা নির্বাচনের ফল জানা যাবে ২৩ মে। ওই দিনই জানা যাবে আরও পাঁচ বছর মোদীই প্রধানমন্ত্রী থাকছেন, নাকি অন্য কেউ বসছে দিল্লির মসনদে।
×