ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০২:২৫, ১৯ মে ২০১৯

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে ॥ ইনু

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। সরকারি গুদাম খালি না থাকলে বেসরকারি ও ব্যক্তিগত গুদাম ভাড়া নিয়ে ধান মজুদ করতে হবে। আপাতত চাল আমদানি বন্ধ রেখে দেশের চাহিদার অতিরিক্ত উৎপাদিত চাল রফতানির ব্যবস্থা করার কথা ভাবতে হবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কৃষক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কোনও অজুহাত শুনতে চাই না। কৃষককে বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারি গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। সরকারি উদ্যোগে কৃষিপণ্য বিপণন সমবায় গড়ে তুলতে হবে। কৃষকের নিজের উৎপাদিত শস্য নিজের রাখতে সংরক্ষণে গোলা তৈরির জন্য গোলা ঋণ দিতে হবে।’ জাসদ সাধরণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘ধানের দাম নিয়ে মধ্যস্বত্ত্বভোগী, দালাল, ফড়িয়া, চাতাল ও চালকল মালিক, চাল আমদানিকারকসহ ধান-চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট যেন কোনও কারসাজি করতে না পারে সেজন্য সরকারকে সজাগ থাকতে হবে।’ জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে কার্যকরী সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি শফি উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×