ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অসুস্থ শিশু মোস্তাকিমের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ০২:৪১, ১৯ মে ২০১৯

অসুস্থ শিশু মোস্তাকিমের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জটিল কিডনী রোগে আক্রান্ত শিশু মোস্তাকিমের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সোবায়েল আহমেদ খান নামে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গীরা। আজ রবিবার নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে শিশুটির অভিভাবকদের হাতে তারা নগদ ৭০ হাজার টাকা এবং ৪৩ হাজার টাকা দামের একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ উপস্থিত ছিলেন। জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের ইমন মিয়ার আড়াই বছরের ছেলে শিশু মোস্তাকিম দুই বছর যাবত জটিল কিডনী রোগে ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অপারেশনের জন্য ১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র চা বিক্রেতা ইমন মিয়া এই টাকা জোগাড় করতে পারছিলেন না। ফলে দিন দিন শিশুটির অবস্থার অবনতি হচ্ছিল। ইমন মিয়ার অর্থকষ্টের কথা জানতে পেরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান ও তার সঙ্গীরা সহযোগিতার হাত বাড়ান। তারা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরে মোস্তাকিমের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করেন। সংগৃহিত তহবিল থেকে তারা রবিবার শিশুটির পিতা ইমন মিয়ার হাতে নগদ ৭০ হাজার টাকা এবং ৪৩ হাজার টাকা দামের একটি ব্যটারিচালিত রিক্সা তুলে দেন। সোবায়েল আহমেদ জানান, আমাদের মানবিক সহযোগিতায় শিশুটির চিকিৎসার পাশাপাশি তার বাবারও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ কাজটি করতে পেরে আমরা ছাত্রলীগ কর্মীরা আনন্দিত। মানবিক এ আহ্বানে যারা সাড়া দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
×