ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে সড়ক দুর্ঘটনার আতংকে ৩৫টি ছিন্নমুল পরিবার

প্রকাশিত: ০৩:৩০, ১৯ মে ২০১৯

বরিশালে সড়ক দুর্ঘটনার আতংকে ৩৫টি ছিন্নমুল পরিবার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সড়ক দুর্ঘটনার আতংকে প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বসবাসকারী ৩৫টি ছিন্নমুল পরিবারের সদস্যদের। আতংক জেনেও নিরুপায় হয়ে তারা দীর্ঘবছর ধরে চরম ঝুঁকির মধ্যে মহাসড়কের পাশে বসত ঘর নির্মান করে বসবাস করছেন। গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে বাটাজোর বাইচখোলা এলাকায় মহাসড়কের পাশে বসবাসকারী একটি ঘরের ওপর রাতের আঁধারে চলন্ত ট্রাক উল্টে পরে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাক চাঁপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছিলো। এছাড়া প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় এসব পরিবারের ছোট ছোট শিশুরা আহত হচ্ছে। সূত্রে আরও জানা গেছে, গত কয়েক বছররের ব্যবধানে ঢাকা-বরিশাল মহাসড়ক কয়েকবার বর্ধিত করা হয়েছে। ফলে আগের তুলনায় মহাসড়কের পাশে বসবাসরত ছিন্নমুল পরিবারের খুপরি ঘরগুলোর মহাসড়কের খুব কাছাকাছি চলে এসেছে। এছাড়া মহাসড়কে আগের তুলনায় যাত্রীবাহী ও পন্যবাহী গাড়ীর সংখ্যা বহুগুন বৃদ্ধি পেয়েছে। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়ক চারলেনে রুপান্তরিত হওয়ার কাজ শুরু হলে মাথা গোজার শেষ সম্ভলটুকুও হারাতে হবে ছিন্নমুল পরিবারগুলোকে। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, বর্তমান সরকার ছিন্নমুল পরিবারদের সকল প্রকার সরকারী সহায়তা প্রদান করে যাচ্ছেন। সরকারী নির্দেশে ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীনদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় মহাসড়কের পাশে বসবাস করা ছিন্নমুল পরিবারদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
×