ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৩, ১৯ মে ২০১৯

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্রগ্রামের বাশঁখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে সমাজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় অস্ত্রধারী ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৭ মে সংগঠিত হামলার ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবহার করেছিল ঔ এলাকার জয়নাল আবেদীন প্রকাশ কালা ঝুন্টুর গ্রুপের লোকজন। সেই সংবাদ দৈনিক জনকন্ঠের অনলাইন ও সংবাদ পত্রে প্রকাশের পর থানা পুলিশ নড়ে চড়ে বসে। সংবাদের সুত্র ধরে ১৮ মে চট্রগ্রাম নগরীর চকবাজার এলাকা হতে হারুনুর রশিদ (৪৮) প্রকাশ কালু ডাকাত ও জামাল উদ্দিন (৪৫) দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশ । পরে গভীর রাতে আটককৃতদের স্বীকারুক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ । সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আজ রবিবার সকাল ১১টায় থানা পুলিশের ওসি মো: কামাল হোসেন এ বিষয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের আটক ও অস্ত্র সংক্রান্ত প্রেস বিফিং করেন । উল্লেখ্য শুক্রবার বাহারছড়া ইউনিয়নের ইলশায় মদিনা ব্রিক ফিল্ডের মালিক নুরুল আবছার গং ও চৌধুরী ব্রিক ফিল্ডের মালিক জয়নাল আবেদীন ঝুন্টুর সাথে সামাজিক বিরোধের জের ধরে সশ^স্ত্র হামলার শিকার হন নুরুল আবছারের সমাজের লোকজন । হামলার ঘটনায় মহিলা ৭ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল ।
×